১৯ মার্চ ২০২২ শনিবার, ০৫:০১ পিএম
বহুমাত্রিক.কম
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর শনিবার পর্যন্ত টানা ২৪ দিনের মতো দেশ দুইটির মধ্যে চলছে লড়াই। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।
এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ১১২ শিশু নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ১৪০ জন শিশু।
এছাড়া ইউক্রেন দাবি করেছে, সংঘাতে রাশিয়ার ১৪ হাজার ২০০ সেনা নিহত হয়েছে। তবে ইউক্রেনের এই দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।