Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৫ ১৪৩২, মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫

৬৫ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৭, ১১ মে ২০১৯

প্রিন্ট:

৬৫ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি

ঢাকা: ৬৫ দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত এটি কার্যকর থাকবে।

শুধু বঙ্গোপসাগর নয়, কুতুবদিয়া ও মহেশখালীর মোহনাও এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। দেশের সামুদ্রিক মৎস্য সম্পদের সুরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-২ (আইন) অধিশাখা এরই মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিষেধাজ্ঞা চলাকালীন ৬৫ দিন বঙ্গোপসাগরের কোনো স্থানেই যান্ত্রিক বা ছোট ডিঙি নৌকা দিয়ে মাছ ধরা যাবে না। মাছ আহরণে সরকারের নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসনের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables