Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

২৪ ঘণ্টার জন্য সিলগালা ধানমন্ডি ক্লাব

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০১, ২০ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

২৪ ঘণ্টার জন্য সিলগালা ধানমন্ডি ক্লাব

ছবি- সংগৃহীত

ঢাকা : ২৪ ঘণ্টার জন্য ধানমণ্ডি ক্লাবের বার সিলগালা করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-২ এর কম্পানি কমান্ডার শাহাব উদ্দিন।শুক্রবার সন্ধ্যার পর থেকে ক্লাবটি ঘিরে রাখে র‌্যাব। পরে রাত দশটার দিকে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, বার বন্ধ থাকায় সেখানে অনুমোদিত সংখ্যক মদ ছিল কিনা সেটি ২৪ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে যাচাই বাছাই করা হবে। অসঙ্গতি থাকলে ব্যবস্থা নেয়া হবে।

সন্ধ্যার পর থেকে কারওয়ান বাজারের মৎসজীবী ক্লাব, এলিফ্যান্ট রোডের এ্যাজাক্স ক্লাবও ঘিরে রাখে র‌্যাব।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ক্লাবটিতে অভিযান শুরু করে র‌্যাব। এর আগে, বিকেল থেকে কলাবাগান ক্রীড়াচক্র ক্লাব ঘিরে রাখে তারা।