Bahumatrik :: বহুমাত্রিক
 
২৭ শ্রাবণ ১৪২৭, মঙ্গলবার ১১ আগস্ট ২০২০, ১০:১৫ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

২০ মে থেকে নাটোরে আম সংগ্রহ শুরু


০৭ মে ২০২০ বৃহস্পতিবার, ০৮:৫৩  পিএম

বহুমাত্রিক ডেস্ক


২০ মে থেকে নাটোরে আম সংগ্রহ শুরু

আগামী ২০ মে থেকে নাটোর জেলায় আম সংগ্রহ কার্যক্রম শুরু হবে।বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম সংগ্রহ ও বাজারজাতকরণ বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় জানানো হয়, ওইদিন থেকে গোপালভোগসহ স্থানীয় জাতের আম সংগ্রহ করতে পারবেন বাগান মালিকরা।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত কুমার সরকার, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মাহামুদুল ফারুক, বাগান মালিক ও আম ব্যবসায়ীরা সভায় উপস্থিত ছিলেন।

এবার নাটোর জেলার ৫ হাজার ৫১৯ হেক্টর জমির বাগান থেকে প্রায় ৮০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।