Bahumatrik :: বহুমাত্রিক
 
১১ মাঘ ১৪২৭, রবিবার ২৪ জানুয়ারি ২০২১, ৩:৩১ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

১ ডিসেম্বর জনতার কথা শুনবেন মেয়র আতিক


২৭ নভেম্বর ২০২০ শুক্রবার, ০৬:৫৭  পিএম

বহুমাত্রিক ডেস্ক


১ ডিসেম্বর জনতার কথা শুনবেন মেয়র আতিক

১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এক ঘণ্টা ফেসবুক লাইভে থাকবেন তিনি।এ সময় মেয়র নগরের বিভিন্ন সমস্যা, সমাধানের উপায়, নগরের বিভিন্ন বিষয়ে পরিকল্পনা ও পরিচালনা সম্পর্কে সরাসরি কথা বলবেন। তিনি বলেন, নগর পরিকল্পনা ও পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতেই আমি জনতার মুখোমুখি হচ্ছি।

‘এ কর্মসূচির লক্ষ্য একটাই- সবাই মিলে গড়ব সবার ঢাকা, সুস্থ, সচল ও আধুনিক ঢাকা।’

#জনতার_মুখোমুখি_নগরসেবক এই হ্যাশট্যাগ অনুসরণ করে নগরবাসী সরাসরি কথা বলতে পারবেন মেয়র আতিকুল ইসলামের সঙ্গে।

নগরবাসী তাদের প্রশ্ন, মন্তব্য এবং মতামত লাইভ অনুষ্ঠানে যেমন দিতে পারবেন তেমনি আগেও করে রাখতে পারবেন, ডিএনসিসির অফিসিয়াল ফেসবুক পেইজ এবং মেয়রের অফিসিয়াল ফেসবুক পেজ এ কর্মসূচি সংক্রান্ত পোস্টে।

কমেন্ট বক্সে #জনতার_মুখোমুখি_নগরসেবক লিখে প্রশ্ন, মন্তব্য এবং মতামত লিখতে হবে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।