Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, শনিবার ০৫ জুলাই ২০২৫

হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা সেলিম আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৫, ৩০ নভেম্বর ২০২০

আপডেট: ১৭:৩২, ৩০ নভেম্বর ২০২০

প্রিন্ট:

হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা সেলিম আর নেই

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের সহধর্মিনী গুলশান আরা সেলিম আর নেই(ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। তিনি রোববার রাত পৌনে ১২টায় ইন্তেকাল করেছেন। 

গুলশান আরা সেলিম কিডনি, ডায়বেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। এর আগে তিনি থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন।

হাজী সেলিমের ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন বেলাল বলেন, রোববার রাতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলশান আরা সেলিম ইন্তেকাল করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্বামী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার তাকে দাফন করা হবে।