Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

স্বেচ্ছামৃত্যুর বৈধতা দিচ্ছে নিউজিল্যান্ড

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৪, ১৬ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

স্বেচ্ছামৃত্যুর বৈধতা দিচ্ছে নিউজিল্যান্ড

ঢাকা : অস্ট্রেলিয়ার পর এবার স্বেচ্ছায় মৃত্যুবরণের বৈধতা দিতে যাচ্ছে নিউজিল্যান্ড। সে লক্ষ্যে একটি আইন করতে যাচ্ছে নিউজিল্যান্ড। এ বিষয়ে বুধবার দেশটির পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে।

বিলটি পাস হওয়ায় এ বিধি চালু করতে এখন দেশব্যাপী গণভোটের আয়োজন করা হবে।

পার্লামেন্টে বিলটির পক্ষে ভোট পড়ে ৬৯টি। আর বিপক্ষে যায় ৫১টি। দীর্ঘ দুই বছরের আলোচনা-বিতর্কের পর এ বিল পাস করা হল। এবার গণভোটের মাধ্যমেও এটি পাস হলে গুরুতর অসুস্থ কিংবা মরণব্যাধিতে আক্রান্ত মানুষেরা যন্ত্রণাদায়ক জীবন ত্যাগ করে স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিতে পারবেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables