Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

সূর্য থেকে দূরে সরে যাচ্ছে প্লুটো

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৮, ১৫ নভেম্বর ২০২১

প্রিন্ট:

সূর্য থেকে দূরে সরে যাচ্ছে প্লুটো

ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে প্লুটোকে ঘিরে থাকা বায়ুমণ্ডল। এমনকি, সূর্য থেকেও ক্রমাগত দূরে সরছে প্লুটো।

সম্প্রতি বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, প্লুটোর বায়ুমণ্ডল ক্রমশ বদলাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর একাধিক স্থান থেকে টেলিস্কোপের মাধ্যমে প্লুটোকে পর্যবেক্ষণ করেছেন বিজ্ঞানীরা। প্লুটোর অত্যন্ত পাতলা বায়ুমণ্ডলও তারা মনোযোগের সঙ্গে নিরীক্ষণ করেছেন।

প্রসঙ্গত, পৃথিবী থেকে ৪.৮ বিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে বরফাবৃত এই গ্রহাণুটি।সাউথ-ওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এই গবেষণা করেন। ২০১৮ সাল নাগাদ প্লুটো নিয়ে চর্চা শুরু করেন তারা। তারা জানান, সূর্য থেকে প্লুটোর দূরে সরে যাওয়ার সঙ্গেই যোগ আছে প্লুটোর বায়ুমণ্ডলের ঘনত্ব কমে যাওয়াও।

গবেষণা জানাচ্ছে, ক্রমশ শীতল হচ্ছে প্লুটো। বিজ্ঞানীরা ব্যাখ্যা করছেন, প্লুটোর বায়ুমণ্ডলের চাপ এবং ঘনত্ব ক্রমশ বাড়ছে। এর পিছনে রয়েছে `থার্মাল ইনারশিয়া`।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables