Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

‘সুভাষ বিভূষণ’ সম্মানে ভূষিত হচ্ছেন অধ্যাপক কপিল কুমার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪০, ১৭ মে ২০২১

প্রিন্ট:

‘সুভাষ বিভূষণ’ সম্মানে ভূষিত হচ্ছেন অধ্যাপক কপিল কুমার

ভারত স্কাউট ও গাইড, বসিরহাট লোকাল এসোসিয়েশন এর উদ্যোগে গঠিত নেতাজী সুভাষ আই এন এ ইনফরমেশন সেন্টার, কলকাতা সম্মানজনক পদক প্রবর্তন করেছে।  এবার থেকে নেতাজী সুভাষ চন্দ্র বসু বিষয়ক গবেষণায় অগ্রণী ভূমিকা গ্রহণ করা ব্যক্তিদের ‘সুভাষ বিভূষণ’ পুরস্কারে সম্মানিত করার উদ্যোগ নিয়েছে।

এই পুরস্কারটি প্রথম পেতে চলেছেন বিশিষ্ট ইতিহাসবিদ `অধ্যাপক কপিল কুমার`। মধ্যমগ্রাম, কলকাতায় অবস্থিত `নেতাজী সুভাষ আই. এন. এ ইনফরমেশন সেন্টারের` সন্মানিক সঞ্চালক বোধিসত্ত্ব তরফদার জানিয়েছেন, প্রফেসর কপিল কুমার বর্তমানে `নেতাজী সুভাষ চন্দ্র বসু ও আই. এন. এ জাদুঘর` সহ দিল্লীর লালকেল্লায় অবস্থিত আরও তিনটি জাদুঘরের মুখ্য ইতিহাসবিদ ও কিউরেটর। নেতাজী ও ভারতীয় স্বাধীনতা অন্দোলন বিষয়ক গবেষণায় প্রফেসর কপিল কুমার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব।