Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফ লাইফ সাপোর্টে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪২, ২২ জুলাই ২০২১

প্রিন্ট:

সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফ লাইফ সাপোর্টে

সাবেক ডেপুটি স্পিকার, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যাপক আলী আশরাফকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

আলী আশরাফের ব্যক্তিগত সচিব আব্দুল কুদ্দুছ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আলী আশরাফের অবস্থার আরো অবনতি হলে গতকাল বুধবার (২১ জুলাই) বিকেল ৩টায় তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানান তিনি।

আলী আশরাফ গলব্লাডারের স্টোন সংক্রান্ত সমস্যায় সমগ্র শরীরে ইনফেকশন নিয়ে স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। গত ৯ জুলাই তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ১১ জুলাই থেকে তাঁকে আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) নেওয়া হয়।

কুমিল্লা-৭ আসন থেকে পাঁচ বার সংসদ সদস্য৷ ২০০০ সালে ডেপুটি স্পিকার নির্বাচিত হন অধ্যাপক আলী আশরাফ। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables