Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, রোববার ০৬ জুলাই ২০২৫

সাঈদ খোকনের নামে এক মামলা খারিজ : আরেকটি প্রত্যাহার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২১, ১৯ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

সাঈদ খোকনের নামে এক মামলা খারিজ : আরেকটি প্রত্যাহার

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে যে দুটি মামলা হয়েছিল, তার মধ্যে একটি খারিজ এবং আরেকটি প্রত্যাহার করা হয়েছে।

কাজী আনিসুর রহমান বাদি হয়ে করা মামলাটি গ্রহণের কোনো উপাদান না থাকায় মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ সেটি খারিজ করে দেন।

আর অপর মামলার বাদী অ্যাডভোকেট মো. সারোয়ার আলম প্রত্যাহারের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।