Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৬ ১৪৩২, বুধবার ০২ জুলাই ২০২৫

সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব উদযাপন

তারেক আলী মিলন

প্রকাশিত: ২৩:০৪, ১৬ ডিসেম্বর ২০২০

প্রিন্ট:

সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব উদযাপন

আজ ১৬ ডিসেম্বর ২০২০ বুধবার সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৪টা থেকে ৫টা ১ঘন্টাব্যাপী বিজয় দিবস উপলক্ষে বিশেষ পরিস্থিতিতে সংক্ষিপ্তাকারে বিজয় দিবসের কর্মসূচি উদযাপিত হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসবের বিশেষ আয়োজনে সাধারণ সম্পাদক হাসান আরিফের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জোটের সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ, লিখিত ঘোষণাপত্র পাঠ করেন বিশ্ব আইটিআই এর সাম্মানিক সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার। বিশেষ পরিস্থিতিতে আয়োজিত বিজয় উৎসবের এই আয়োজনে জোটের সঙ্গীতশিল্পীরা ও উপস্থিত থাকলে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer