Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৩ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

সমন্বিত ৭ ব্যাংকের পরীক্ষা ৫ ডিসেম্বর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৯, ১৯ নভেম্বর ২০২০

প্রিন্ট:

সমন্বিত ৭ ব্যাংকের পরীক্ষা ৫ ডিসেম্বর

৭ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রিলিমিনারি পরীক্ষার জন্য ৫ ডিসেম্বর দিন ধার্য করেছে বাংলাদেশ ব্যাংক। এই সাত ব্যাংক হলো সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ও ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ ও কর্মসংস্থান ব্যাংক।

এ পরীক্ষায় ১ লাখ ৪০ হাজার প্রার্থী অংশ নেবেন। করোনার সব স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব আরিফ হোসেন খান বলেন, সাত ব্যাংকের ৭৭১টি সিনিয়র অফিসার পদের পরীক্ষা ৫ ডিসেম্বর, শনিবার।

স্বাস্থ্যবিধি মেনে এই পরীক্ষা রাজধানীর ৬৫-৭০টি কেন্দ্রে নেয়া হবে। প্রবেশ পত্রে বলা আছে মাস্ক ছাড়া ঢুকতে দেয়া হবে না। এছাড়া পরীক্ষা কেন্দ্রে হুড়োহুড়ি করে ঢুকতে দেয়া হবে না। প্রার্থীদের দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। এছাড়া বড় বেঞ্চে দুই পাশে দুজন ও ছোট বেঞ্চে একজনকে বসতে দেয়া হবে।

পরীক্ষার কেন্দ্রের নাম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেয়া হবে বলেও জানান আরিফ হোসেন খান।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables