Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

ষষ্ঠ কৃষি শুমারি শুরু হচ্ছে রোববার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৭, ৯ জুন ২০১৯

প্রিন্ট:

ষষ্ঠ কৃষি শুমারি শুরু হচ্ছে রোববার

ঢাকা: দেশের শস্য, মৎস্য ও প্রাণি সম্পদের সর্বশেষ তথ্য সংগ্রহ করার জন্য রোববার শুরু হচ্ছে ৬ষ্ঠ কৃষি শুমারি ২০১৮।

দেশের জিডিপিতে কৃষির অবদান ১৩.৩১ শতাংশ এবং এ খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৪০ শতাংশ মানুষ জড়িত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানান, শুমারি চলবে ২০ জুন পর্যন্ত।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ওয়ার্ল্ড প্রোগ্রাম ফর দ্য সেনসাস অব অ্যাগ্রিকালচার-২০২০ (ডব্লিউসিএ ২০২০)-এর নীতিমালা অনুযায়ী শুমারিটি পরিচালিত হবে।

তথ্য সংগ্রহে মডুলার পদ্ধতি অনুসরণ করা হবে। চাষিদের বাড়িতে প্রাথমিকভাবে ছোট প্রশ্ন ব্যবহার এবং পরে বড় প্রশ্নের মাধ্যমে নমুনা শুমারি পরিচালনা করা হবে।

প্রকল্প পরিচালক এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাফর আহমেদ খান বলেন, মাঠ পর্যায়ে মোট ১ লাখ ৪৪ হাজার ৪৪ জন তথ্য সংগ্রহকারী কাজ করবেন। তাদের তদারকি করবেন ২৩ হাজার ১৪২ জন। সেই সাথে উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে সমন্বয়কারী থাকবেন।

জেলা ও বিভাগীয় পর্যায়ের সমন্বয়কারীদের জন্য গত মাসে ঢাকায় তিন দিনের প্রশিক্ষণের আয়োজন করে বিবিএস। সর্বশেষ ২০০৮ সালে দেশে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables