Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৮ ১৪৩২, শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫

শ্রীপুরে ছাত্রলীগ নেতার উদ্যোগে মাসজুড়ে বৃক্ষরোপণ শুরু

শ্রীপুর সংবাদদাতা

প্রকাশিত: ১১:৪৫, ৬ জুলাই ২০২০

আপডেট: ১১:৪৭, ৬ জুলাই ২০২০

প্রিন্ট:

শ্রীপুরে ছাত্রলীগ নেতার উদ্যোগে মাসজুড়ে বৃক্ষরোপণ শুরু

ছবি: বহুমাত্রিক.কম

গাজীপুর: বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  নির্দেশনা মেনে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপেণের প্রয়াস নিয়েছেন জেলার শ্রীপুর উপজেলার ছাত্রলীগ নেতা সৈয়দ মাসুম আহমেদ। 

এই ছাত্রলীগ নেতার উদ্যোগে তাঁর কর্মীরা মাসজুড়ে উপজেলার বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণের কর্মসূচি পরিচালিত করবে। এর অংশ হিসেবে ইতিমধ্যেই উপজেলার গুরুত্বপূর্ণ স্থান, স্কুল- কলেজের আঙ্গিনা ও বিভিন্ন ওয়ার্ডে বৃক্ষরোপণ অব্যাহত রেখেছে।

কর্মসূচির শুরুতে উপজেলা ছাত্রলীগ কর্মী নাহিদ হাসান নিশাদ বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বের মানবিকতা ও দেশপ্রেমের চর্চায় আমরা নিজেদের শামিল করেছি। আমাদের নেতা সৈয়দ মাসুম আহমেদ বৃক্ষরোপেণের মতো প্রয়াসে আমাদের যুক্ত করেছেন। এই কর্মসূচি বাস্তবায়ন করে আমরা আমাদের নেত্রীর নির্দেশনা ও মুজিববর্ষ উদযাপন করব। ছাত্রলীগ কর্মী রনি, সিয়াম সহ অন্যরা বৃক্ষরোপণে অংশ নেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables