Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

শ্রমিকরা সময়মত বেতন পাবেন : রুবানা হক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:১২, ২৩ মার্চ ২০২০

প্রিন্ট:

শ্রমিকরা সময়মত বেতন পাবেন : রুবানা হক

ঢাকা: করোনা ভাইরাসের কারণে তৈরি পোশাক খাতে রফতানি আদেশ বাতিল হওয়ার মত ঘটনা ঘটলেও শ্রমিকরা সময়মত বেতন পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক।

তিনি শ্রমিকদের উদ্দেশ্য বলেন, ‘আপনারা আমাদের ওপর ভরসা রাখুন। আমাদের পাশে থাকুন, যখন বেতনের সময় আসবে, তখন আপনারা বেতন পাবেন।’সোমবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

রুবানা হক বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকারে দেখা দেওয়ায় বাংলাদেশের পোশাক খাত একটি কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এমতাবস্থায় কাউকে ধৈর্য হারালে হবে না। তিনি বলেন, সরকারের উচ্চ পর্যায় থেকে আশ্বস্ত করা হচ্ছে, সরকার আমাদের সাথে আছে।

তিনি দেশের গণমাধ্যমেকেও এই সময় পোশাক শিল্পের পাশে থাকার আহবান জানিয়ে বলেন, বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানকে এখন বলা দরকার,আমাদের যেসব পণ্য প্রস্তুত আছে, সেগুলো তারা যেন ক্রয় করে, না হলে আমরা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ব।

 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables