Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৯ ১৪৩২, শুক্রবার ০৪ জুলাই ২০২৫

‘শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে পরীক্ষামূলকভাবে পণ্যবাহী যান চলবে’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৮, ১ আগস্ট ২০২০

প্রিন্ট:

‘শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে পরীক্ষামূলকভাবে পণ্যবাহী যান চলবে’

শিমুলিয়া-কাঁঠালবাড়ী ফেরি রুটে পরীক্ষামূলকভাবে পণ্যবাহী যানবাহন চলাচল করবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।শনিবার মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ভাঙনকবলিত এলাকা পরিদর্শকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান খাজা মিয়া এবং বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কায়কাউস, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক ভাঙনকবলিত এলাকা পরিদর্শন এবং প্রতিমন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন।