Bahumatrik :: বহুমাত্রিক
 
২৪ শ্রাবণ ১৪২৭, শনিবার ০৮ আগস্ট ২০২০, ৪:০৩ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

শাহজালাল বিমানবন্দরে দুই ঘণ্টা বন্ধ থাকবে ফ্লাইট


১০ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার, ০৪:২৬  পিএম

বহুমাত্রিক ডেস্ক


শাহজালাল বিমানবন্দরে দুই ঘণ্টা বন্ধ থাকবে ফ্লাইট

ঢাকা : বাংলাদেশ বিমান বাহিনীর মহড়ার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকবে।

আজ মঙ্গলবার বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ১৬ ডিসেম্বরের আয়োজনের জন্য বুধবার বিমান বাহিনীর মহড়া হবে দুই ঘণ্টা। সেজন্য এদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট উড্ডয়ন-অবতরণ বন্ধ থাকবে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।