লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদরের দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকা থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, সন্ত্রাসীদের দুই গ্রুপের সংঘর্ষে তারা নিহত হয়েছেন।
নিহতরা হলেন-সদর উপজেলার দর্জিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে শাহাদাত হোসেন এবং রড়ইতোলা গ্রামের তোফায়েল আহম্মেদের ছেলে খোরশেদ আলম।
পুলিশ জানায়, গভীর রাতে গোলাগুলির শব্দ শুনে বকুলতলা এলাকায় যান পুলিশের কয়েকজন সদস্য। সেখানে দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দু’দল সন্ত্রাসী বাহিনীর আভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটে।
দত্তপাড়ার আইসি পুলিশ পরিদর্শক মাখন লাল রায় জানান, বিভিন্ন থানায় খোরশেদের বিরুদ্ধে ১২টি এবং শাহাদাতের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। তারা দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, ৪ রাউন্ড গুলি, ৫টি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বহুমাত্রিক.কম




