
ঢাকা : তারুণ্যের মাঝে সোলাস্তার রং ছড়িয়ে দিতে শুরু হয়েছে আকর্ষণীয় অ্যাকটিভেশন কার্যক্রম। শুক্রবার রাজধানীর বিভিন্ন পয়েন্টের মিনাবাজার আউটলেটে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এ কার্যক্রম চালু থাকে। আজিমপুর ছাপরা মসজিদ আবাসিক এলাকায় কার্যক্রম চলে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
এরই ধারাবাহিকতায় সোলাস্তার এ আয়োজন শুরু হতে যাচ্ছে রাজধানীর সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও। অ্যাকটিভেশন কার্যক্রমে তরুণ-তরুণীদের জন্য সোলাস্তার পক্ষ থেকে ‘বার্থডে গিফট’ হিসেবে ২০% ডিসকাউন্ট সুবিধাসম্বলিত ‘প্রিভিলেজ কার্ড’ এবং একটি আকর্ষণীয় টি-শার্ট উপহার দেয়া হয়। এক বছর মেয়াদী এই ‘প্রিভিলেজ কার্ড’ দিয়ে কার্ডহোল্ডার তার জন্মমাসের প্রতিদিন সর্বোচ্চ একবার ২০% ছাড়ে যতো খুশি সোলাস্তা পণ্য কিনতে পারবেন।
‘বি নিউ, বি ইউ’ শ্লোগান নিয়ে শুক্রবার থেকে শুরু হওয়া সোলাস্তার এই অ্যাকটিভেশন কার্যক্রম পুরো জানুয়ারি মাসজুড়ে চালু থাকবে। আগামি ৩১ জানুয়ারি রাজধানী ঢাকার একটি পাঁচতারা হোটেলে দেশের শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক ও রপ্তনিকারক প্রতিষ্ঠান ‘মডেল গ্রুপ’-এর ফ্যাশন উদ্যোগ হিসেবে দেশের তৈরি বিশ্বমানের ব্র্যান্ড ‘সোলাস্তা’-এর বর্ণাঢ্য আত্মপ্রকাশ হতে যাচ্ছে।