Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২০ ১৪৩২, মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে কনসার্ট ফর সলিডারিটি

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ০২:০৪, ৮ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে কনসার্ট ফর সলিডারিটি

রাঙ্গামাটি: সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়নের ব্যবস্থাপনায় ৮ ডিসেম্বর সন্ধ্যায় রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেঢিযামে কনসার্ট ফর সলিডারিটি অনুষ্ঠিত হবে।

একই অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলার জনপ্রিয় ও উদীয়মান ৬ জন উপজাতীয় শিল্পীর একটি গানের সিডির মোড়ক উম্মোচন করা হবে।

বুধবার সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়নের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সেনাবাহিনী রাঙ্গামাটি সদর জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার নাঈমূল হাসান খাঁন এবং রিজিয়নের মেজর তানবীর সাংবাদিকদের এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পার্বত্য জেলায় শান্তি -শৃংখলা রক্ষার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী এখানকার কৃষ্টি ও সংস্কৃতির উন্নয়ন এবং সকল সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করার কাজ করছেন। এখানকার ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নে সহায়তা প্রদান করছেন। কনসার্ট ফর সলিডারিটি সকলের জন্য উন্মুক্ত থাকবে বলে জানানো হয়।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables