Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১২ ১৪৩২, শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫

রাঙামাটিতে বেইলি ব্রিজ ভেঙে নিহত ৩

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৯, ১২ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

রাঙামাটিতে বেইলি ব্রিজ ভেঙে নিহত ৩

রাঙামাটির কুতুকছড়ি এলাকায় পাথর বোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে তিনজন নিহত হয়েছেন।মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে রাঙামাটি ও খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

পুলিশ জানায়, পাথর বোঝাই ট্রাকটি বেইলি ব্রিজে ওঠার পর ব্রিজটি ভেঙে ট্রাক নিচে পড়ে যায়।

রাঙামাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর স্থানীয় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গেছে। তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

Walton
Walton