Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

যৌথভাবে বুকার পেলেন মার্গারেট অ্যাটউড এবং বার্নারডিন ইভারিস্তো

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৩, ১৫ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

যৌথভাবে বুকার পেলেন মার্গারেট অ্যাটউড এবং বার্নারডিন ইভারিস্তো

ঢাকা: এ বছর যৌথভাবে মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার পেলেন কানাডিয়ান লেখক মার্গারেট অ্যাটউড এবং অ্যাংলো-নাইজেরিয়ান বার্নারডিন ইভারিস্তো। অ্যাটউড তার ‘দ্য টেক্সামেন্ট’ এবং ইভারিস্তো ‘গার্ল, ওমেন, আদার্স’ উপন্যাসের জন্য এই সম্মান অর্জন করেন।

অ্যাটউড এই নিয়ে তিনবার বুকার পুরস্কারে ভূষিত হলেন। বুকার পুরষ্কারের ৫০তম বার্ষিকীতে লন্ডনের গিন্ডহলে এক অনুষ্ঠানে তাদের এ পুরস্কার হস্তান্তর করা হবে। পুরস্কারের ৫০ হাজার পাউন্ড দ্ইু লেখক সমানভাবে পাবেন। বুকার পুরস্কারের পাঁচ সদস্যের জুরি বোর্ড আজ তাদের নাম ঘোষণা করেছে।
মার্গারেট অ্যাটউড (৭৯) এর আগে ১৯৭৪ ও ১৯৯৭ সালে বুকার পুরস্কার লাভ করেন।এ বছর শর্টলিস্টে যে ছয়জন লেখক বাছাই হয় তাদের ৪ জন নারী।

ইতারিস্তো (৬০) এই পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় আনন্দ প্রকাশ করে বলেন, ‘আমিই প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে এই পুরস্কারের সম্মান অর্জন করেছি।’

 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables