Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

যুক্তরাজ্য থেকে ফিরলেন ১১৪ বাংলাদেশি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৫, ১১ মে ২০২০

প্রিন্ট:

যুক্তরাজ্য থেকে ফিরলেন ১১৪ বাংলাদেশি

করোনাভাইরাসের কারণে যুক্তরাজ্যে আটকে পড়া ১১৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমানের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ফিরেছেন তারা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র তাহেরা খন্দকার জানান, সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে ১১৪ জন যাত্রী নিয়ে বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এদিকে, যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের উদ্যোগে এসব বাংলাদেশি দেশে ফেরত এসেছেন। ২০০ জন ফেরত আসার কথা থাকলেও শেষ মুহূর্তে বেশ কয়েকজন তাদের নাম প্রত্যাহার করে নেন। ফলে বিশেষ এই ফ্লাইটে ১১৪ জন দেশে ফিরেছেন।

বিমান বাহিনীর উদ্যোগে আয়োজিত এই বিশেষ চার্টার্ড ফ্লাইটে ঢাকা থেকে যুক্তরাজ্যে গিয়েছিলেন ১৫৪ জন ব্রিটিশ নাগরিক। ফিরতি ফ্লাইটে বাংলাদেশের নাগরিকরা ফেরত আসলেন।