Bahumatrik :: বহুমাত্রিক
 
৩০ চৈত্র ১৪২৭, মঙ্গলবার ১৩ এপ্রিল ২০২১, ৪:৩৭ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

যশোরে শামস্-উল-হুদা ফুটবল একাডেমির ভবনের ভিত্তি স্থাপন


১৫ ফেব্রুয়ারি ২০২১ সোমবার, ১২:৩১  এএম

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


যশোরে শামস্-উল-হুদা ফুটবল একাডেমির ভবনের ভিত্তি স্থাপন

যশোর : যশোর শামস্-উল-হুদা ফুটবল একাডেমির মাল্টি পারপাস বিল্ডিংয়ের (আবাসিক) ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার বিকেলে একাডেমি প্রাঙ্গনে ‘ভাষা সৈনিক মুসা মিয়া’ ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও শামস্-উল-হুদা ফুটবল একাডেমির সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী। একই সাথে তিনি এ ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকউজ্জামান, ১২ নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম ও সমাজ সেবক রবিউল আউয়াল।

এসময় যশোর ও ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, একাডেমির খেলোয়াড় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। ছয়তলা এ ভবনে তিনশতাধিক ফুটবলার থাকতে পারবেন। একইসাথে ভবনটিতে আধুনিক জিমনেসিয়াম, অডিও, ভিডিও ক্লাসরুম, কমনরুম ও ডাইনিং রুমের সুব্যবস্থা থাকবে। অনুষ্ঠান শেষে দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক শামস-উল-হুদার ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।