Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ কার্তিক ১৪২৭, বুধবার ২১ অক্টোবর ২০২০, ৪:৩২ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মানববন্ধন: নারী ও শিশু নির্যাতনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি


১০ অক্টোবর ২০২০ শনিবার, ০১:২২  পিএম

তুহিন আহামেদ, নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


মানববন্ধন: নারী ও শিশু নির্যাতনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি

নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং ন্যায় বিচার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আশুলিয়ায় মানববন্ধন করেছে প্রজন্মলীগ ধামসোনা ইউনিয়ন শাখা।

শনিবার বেলা সারে ১১ টায় আশুলিয়া প্রেস ক্লাবের সামনে প্রজন্মলীগ ধামসোনা ইউনিয়ন শাখার সভাপতি সজিব আহম্মেদ এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে নবীনগর-চন্দ্রা মহাসড়কে একটি মিছিল বের করে।

মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা প্রজন্মলীগের সভাপতি মো: মামুনুর রশিদ, সাধারন সম্পাদক মানিক হোসেন, ধামসোনা ইউনিয়ন প্রজন্মলীগের সভাপতি সজিব আহম্মেদ প্রমূখসহ বিভিন্ন ওয়ার্ড শাখা কমিটির নেতাকর্মী।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।