Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৮ ১৪৩২, রোববার ১৩ জুলাই ২০২৫

মাতৃভাষা দিবস স্মারক স্বর্ণ মুদ্রার মূল্য পুনঃনির্ধারণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৩, ২৪ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

মাতৃভাষা দিবস স্মারক স্বর্ণ মুদ্রার মূল্য পুনঃনির্ধারণ

ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক মুদ্রিত স্বর্ণ স্মারক মুদ্রার মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেট স্বর্ণে প্রস্তুতকৃত ১০ গ্রাম ওজনের প্রতিটি স্মারক মুদ্রার মূল্য পঞ্চাশ হাজার টাকার স্থলে তেপ্পান্ন হাজার টাকা এবং দু’টির মূল্য এক লাখ টাকার স্থলে এক লাখ ছয় হাজার টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে যা অবিলম্বে কার্যকর হবে।

সর্বশেষ গতবছরের ২৬ আগস্ট প্রতিটি স্বর্ণ মুদ্রার মূল্য পঞ্চাশ হাজার টাকা নির্ধারণ করা হয়। ওই সময়ের তুলনায় বর্তমান বাজারে স্বর্ণের মূল্য বেশি হওয়ায় প্রতিটি স্বর্ণ মুদ্রার মূল্য তেপ্পান্ন হাজার টাকায় পুনঃনির্ধারণ করা হলো।