Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৪ ১৪৩২, বুধবার ০৯ জুলাই ২০২৫

ভালুকায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভালুকা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২০, ২২ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

ভালুকায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভালুকা : ময়মনসিংহের ভালুকা উপজেলায় পানিতে ডুবে সাব্বির (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার সকালে দিকে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সাব্বির ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের রহমানের ছেলে।

পরিবারের সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের রহমানের ছেলে সাব্বির। সোমবার সকালের বাড়ি থেকে বেরিয়ে বাজারের যায়। পরে বাজার থেকে রাস্তা দিয়ে আসার পথে বাড়ির কাছে একটি পুকুরে পড়ে যায়। সাব্বিরের মিরকি ব্যারাম ছিল। পরে সাব্বির অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে তাদের বাড়ির পাশে একটি পুকুরে লাশ ভেসে ওঠে পরে পরিবারের লোকজন খোঁজ পেয়ে শিশুটিকে থেকে উদ্ধার করে।

ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ বাচ্চু জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বহুমাত্রিক.কম