Bahumatrik :: বহুমাত্রিক
 
৫ কার্তিক ১৪২৭, মঙ্গলবার ২০ অক্টোবর ২০২০, ৫:৫৭ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭


১৭ অক্টোবর ২০২০ শনিবার, ১১:৪৪  এএম

বহুমাত্রিক ডেস্ক


ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

ভারতের উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩২ জন।স্থানীয় সময় শনিবার ভোরে রাজ্যের পিলিভিট জেলার ৭৩০ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পিলিভিট বাস ডিপো থেকে লখনৌ যাওয়ার পথে একটি বোলেরো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবাহী বাসের। এতে এক নারীসহ বাসের ৬ জন যাত্রী এবং বোলেরোর এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

গুরুতর আহত হন ৩২ জন যাত্রী। তাদের স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সাতজনের অবস্থা সংকটাপন্ন।দুর্ঘটনার সময় বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। আর বোলেরো গাড়িটিতে ছিলেন ১০ জন যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বোলেরো গাড়ির চালকের ঘুমে চোখ বুজে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে বাসটিকে। গাড়ির ধাক্কাতেই উল্টে যায় যাত্রীবাহী বাসটি।

পিলিভিটের পুলিশ সুপার জয় প্রকাশ জানিয়েছেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।