Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

ব্যাংকারদের বিশেষ উৎসাহ ভাতা ২৯ মে থেকে স্থগিত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৫, ১৭ মে ২০২০

প্রিন্ট:

ব্যাংকারদের বিশেষ উৎসাহ ভাতা ২৯ মে থেকে স্থগিত

ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় ২৯ মে থেকে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের প্রণোদনা ভাতা স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং নিয়ন্ত্রণ ও নীতি বিভাগ এ বিষয়ে একটি নির্দেশ জারি করা হয়। নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে, করোনার পরিস্থিতিতে দায়িত্বে থাকা ব্যাংকারদের বিশেষ প্রণোদনা ভাতা দেয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকে ১২ এপ্রিল নির্দেশ দেয়া হয়েছিল। তবে এখন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য অন্যান্য খাতের মতো সীমাবদ্ধ ব্যাংকিংয়ের পরিবর্তে সাধারণ ব্যাংকিং কার্যক্রম চালু করা প্রয়োজন।

এ পরিস্থিতিতে ২৯ মে থেকে ব্যাংকারদের কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ প্রণোদনা ভাতা প্রদান অব্যাহত রাখার দরকার নেই। ফলস্বরূপ, ২২ এপ্রিলের বিজ্ঞপ্তি ২৯ মে থেকে কার্যকর হবে না। ব্যক্তিগতভাবে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীরা ব্যাংকের নিজস্ব নীতিমালা/বিধি অনুযায়ী ভ্রমণ ব্যয় পাবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables