Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

বিয়ের জন্য শ্রীলঙ্কা যাচ্ছেন না লিটন, হজের জন্য সাকিব

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২১, ১৬ জুলাই ২০১৯

প্রিন্ট:

বিয়ের জন্য শ্রীলঙ্কা যাচ্ছেন না লিটন, হজের জন্য সাকিব

ঢাকা : বিশ্বকাপ উন্মাদনা শেষ। ছয় সপ্তাহের মহারণ শেষে পর্দা নেমেছে ইংল্যান্ড বিশ্বকাপের। বিশ্বকাপের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব শেষে আবারো ব্যস্ততা শুরু মাশরাফি-তামিমদের।বিশ্বমঞ্চের লড়াই শেষে নতুন মিশনে টাইগাররা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে টিম বাংলাদেশ ছুটবে এবার শ্রীলঙ্কায়।

এই সফরকে সামনে রেখে দেয়া হবে ১৪ সদস্যের দল। নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান। তবে এই সিরিজে দলে থাকছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং লিটন দাস। হজ্ব পালনের জন্য ছুটিতে থাকবেন সাকিব আর লিটন বসবেন বিয়ের পিঁড়িতে। তবে এই দু`জনের অনুপস্থিতি দলে খুব একটা প্রভাব ফেলবে না বলেও বিশ্বাস তার।

আকরাম খান বলেন, ১৭ তারিখে টিম প্রাকটিস শুরু করবে। সম্ভবত মঙ্গলবারই আমরা টিমটা দিয়ে দিবো। আমরা ১৪ জন পাঠাবার প্লান করেছি। হয়তো একজন বাড়তে পারে। সাকিব হজে যাচ্ছে। ওকে তো আমরা মিস করবোই। আর লিটনের বিয়ে তো অনেক আগে থেকেই ঠিক ছিল। এই দুজনকে আমরা মিস করবো। তাছাড়া বাকি সবাই যাচ্ছে।

আগামী ২৩ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওয়ানা হবে টিম বাংলাদেশ। সফরের তিনটি ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোতে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables