Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩১ ১৪৩২, বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫

বিপিএলের টিকেটের মূল্য প্রকাশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৩, ১০ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

বিপিএলের টিকেটের মূল্য প্রকাশ

ঢাকা : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেছে রোববার । এবার মূল লড়াইয়ের পালা। আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের সপ্তম আসর।

দর্শকদের অধীর আগ্রহের মধ্যে সোমবার রাতে টিকেটের মূল্য ঘোষণা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এবারের বিপিএলে সাধারণ গ্যালারির টিকেটের মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। বরাবরের মতো এই এক টিকেটেই দু`টি ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। অর্থাৎ প্রতি ম্যাচের জন্য টিকেটের দাম পড়ছে ১০০ টাকা করে।

এ ছাড়া গ্র্যান্ডস্ট্যান্ড এর প্রতি আসনের প্রবেশ মূল্য ২০০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকেট পাওয়া যাবে ৫০০ টাকায়। আর ক্লাব হাউজের প্রবেশ মূল্য ৫০০ টাকা। এছাড়া মাঠের উত্তর ও দক্ষিণ ইনক্লোজারের প্রতি টিকেটের মূল্য ৩০০ টাকা করে।