Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৪ ১৪৩২, বুধবার ০৯ জুলাই ২০২৫

বিক্রমাদিত্যে গ্যাস লিকে প্রাণ হারালেন নাবিকসহ ২জন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৩:০২, ১১ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিক্রমাদিত্যে গ্যাস লিকে প্রাণ হারালেন নাবিকসহ ২জন

ঢাকা : ভারতের যুদ্ধজাহাজ আইএনএস বিক্রমাদিত্যে গ্যাস লিকের কারণে প্রাণ হারালেন দুই ব্যক্তি। একইসঙ্গে ওই ঘটনায় জখম হয়েহেন আরও দুই ব্যক্তি। মৃতদের মধ্যে একজন নাবিক।

শুক্রবার ঘটনাটি ঘটেছে করণ্টক উপকূলের কাছে কারওয়ার্ড এলাকায়।

ভারতীয় নৌসেনা সূত্রে জানানো হয়েছে যে মৃত নাবিকের নাম রাকেষ কুমার এবং অপরজন মোহন দাস কোলাম্বকর। আহত দুই ব্যক্তির অবস্থা এখন অনেকটা স্থিতিশীল বলে জানা গিয়েছে সেনা সূত্রে।

সমগ্র ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে নৌসেনার তরফ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে।