Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৭ ১৪৩২, বুধবার ০২ জুলাই ২০২৫

বিএসপির ভার্চুয়াল সাহিত্য সভা

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২১, ২৫ জুলাই ২০২০

প্রিন্ট:

বিএসপির ভার্চুয়াল সাহিত্য সভা

ছবি: বহুমাত্রিক.কম

যশোর : বিদ্রোহী সাহিত্য পরিষদের (বিএসপি) ভার্চুয়াল সাহিত্য সভা শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়েছে। করোনার কারণে দীর্ঘদিন কোন সাহিত্য সভা না হওয়ার কারণে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) ভার্চুয়াল সাহিত্য সভা আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কবি কাজী রকিবুল ইসলাম। সাহিত্য সভায় সংযুক্ত হয়ে কবিতা পাঠ করেন এবং আলোচনায় অংশ নেন ড. শাহনাজ পারভীন, শাহরিয়ার সোহেল, আহমেদ মাহাবুব ফারুক, রবিউল হাসনাত সজল, রাজ পথিক, জাহিরুল মিলন, হুমায়ন কবির, নূরজাহান আরা নীতি, সোনিয়া সুলতানা চাঁপা, মোস্তাফিজুর রহমান।

সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার পরিচালনায় সাহিত্য সভায় সংযুক্ত হন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি পদ্মনাভ অধিকারী। সভায় আগামী ২১ আগস্ট শুক্রবার বিকাল ৫টায় আবার ভার্চুয়াল সাহিত্য সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এছাড়া সংগঠনের বার বার নির্বাচিত সভাপতি কবি অধ্যাপক মোঃ সামসুজ্জামান মৃত্যুতে শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করা হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer