Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৮ ১৪৩২, রোববার ১৩ জুলাই ২০২৫

বাসে আগুন দেয়ার ঘটনায় বিএনপির ৩ কর্মী আটক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৮, ২১ নভেম্বর ২০২০

প্রিন্ট:

বাসে আগুন দেয়ার ঘটনায় বিএনপির ৩ কর্মী আটক

গত ১২ নভেম্বর পল্টনসহ ঢাকার বিভিন্ন স্থানে ১১টি গাড়ি পোড়ানোর ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে যুবদল ও ছাত্রদলের ৩ নেতাকর্মীকে আটক করেছে ডিবি। শনিবার ভোরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পল্টন যুবদল নেতা মো. লিয়ন হক, কাজী রেজাউল হক বাবু ও মো. আজাদ। তাদের সবাইকে গণমাধ্যমে প্রকাশিত ফুটেজ ও সিসি ক্যামেরার সূত্র ধরে শনাক্ত করা হয়।

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।

এ সময় তিনি বলেন, উপনির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে অরাজকতা তৈরি করতেই এ হামলাগুলো করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বিএনপির নেতৃস্থানীয়দের নির্দেশেই অরাজকতা, সহিংসতা সৃষ্টি করতে গাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে জানিয়েছে।

এ সময় তিনি বলেন, গাড়িতে আগুন দেয়ার মাস্টারমাইন্ডদেরও খুঁজে বের করা হবে।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমাণ্ডে নেয়া হয়েছে। এছাড়া পলাতক বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।