Bahumatrik :: বহুমাত্রিক
 
৩ ভাদ্র ১৪২৬, রবিবার ১৮ আগস্ট ২০১৯, ১২:৪৮ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বগুড়ায় শিক্ষক নিয়োগ গাইড বইয়ের ভিতর থেকে পিস্তল উদ্ধার


২৮ জুলাই ২০১৯ রবিবার, ১১:৪৩  পিএম

আবদুল ওহাব, বগুড়া প্রতিনিধি

বহুমাত্রিক.কম


বগুড়ায় শিক্ষক নিয়োগ গাইড বইয়ের ভিতর থেকে পিস্তল উদ্ধার

বগুড়া : বগুড়া শাজাহানপুরে হাসান ফার্মেসিতে রাখা শিক্ষক নিয়োগ গাইড বইয়ের ভিতর থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরী ১ টি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার দিকে পিস্তলটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি তবে ওই ফার্মেসীর মালিক শাহ আলম (৩০) কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সে উপজেলার খলিশাকান্দী গ্রামের আবদুল জব্বার এর ছেলে।

ঘটনার বিবরণে ফার্মেসি মালিক শাহ আলম জানায়, রাত সাড়ে ৮ টার দিকে এক লোক এসে তার দোকানে জেনুইন প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড বই রেখে ্আসতেছি বলে চলে যায়। এর কিছুক্ষন পরেই পুলিশ এসে গাইড বইটি দেখতে চায়। এরপর বইটি দেখালে তার ভিতর থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরী ১ টি পি¯তল পায় পুলিশ।

শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ওই ফার্মেসিতে ১ টি পি¯তল রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ শাজাহান আলী এবং এএসআই মোঃ ওমর ফারুক সহ সংগীয় ফোর্স সাথে নিয়ে ওই ফার্মেসীতে যান। এরপর দোকানে জেনুইন প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড বইয়ের ভিতর থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। তিনি জানান, নিউ জেনুইন প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড বইটি বেশ মোটা।

এর ভিতরের সব পৃষ্ঠা গোল করে কেটে বক্স তৈরী করে এর ভিতর পি¯তলটি রাখা ছিল।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

Netaji Subhash Chandra Bose
BRTA
Bay Leaf Premium Tea

অসঙ্গতি প্রতিদিন -এর সর্বশেষ