Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৯ ১৪৩২, শুক্রবার ০৪ জুলাই ২০২৫

ফিরতি ঈদযাত্রা অনেকটা স্বস্তিদায়ক হবে: কাদের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৫, ১২ আগস্ট ২০১৯

আপডেট: ১২:৫২, ১২ আগস্ট ২০১৯

প্রিন্ট:

ফিরতি ঈদযাত্রা অনেকটা স্বস্তিদায়ক হবে: কাদের

ফিরতি ঈদযাত্রা অনেকটা স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঈদুল আজহার নামাজ শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক বিষবৃক্ষের মূল উৎপাটন করা হবে বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র্র আমাদের সকলের কামনা। আজকের দিনে এটাই হোক আমাদের প্রার্থনা।

ঈদে ঘরমুখো ঈদযাত্রা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফিরতি ঈদযাত্রা অনেকটা স্বস্তিদায়ক হবে।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খীজির হায়াত খান, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নুরুল করিম জুয়েল, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রনি অন্যান্যরা।