Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

চাঁপা রানী হত্যাকাণ্ড

প্রধান আসামী রনির মৃত্যুদণ্ড

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০০, ৯ জুন ২০১৪

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

প্রধান আসামী রনির মৃত্যুদণ্ড

ঢাকা: ফরিদপুরে মধুখালীতে চাঞ্চল্যকর চাঁপা রানী হত্যা মামলার প্রধান আসামি দেবাশীষ সাহা রনিকে মৃত্যদণ্ড দিয়েছে আদালত।

ফরিদপুরের জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হক সোমবার সকালে এ রায় ঘোষণা করেন। খবর বিডিনিউজের। 

মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ২০১০ সালের ২৬ অক্টোবর চাঁপা রানী ভৌমিককে মোটরসাইকেলে চাপা দেন বখাটে দেবাশীষ সাহা রনি। ফরিদপুর চিনিকলের কর্মচারী চাঁপা রানী ওই দিন বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

ঘটনার পরদিন বিকালে রনিকে আসামি করে মধুখালী থানায় একটি হত্যা মামলা করেন তার ভাই অরুণ ভৌমিক। ৩১ অক্টোবর সকালে ঝিনাইদহ শহরের আরবপুর বাসস্ট্যান্ড থেকে রনিকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়েছে, চাঁপা রানীর মেয়ে সে সময় ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়তো। বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করতো ওই এলাকার মদের ব্যবসায়ী রতন সাহার ছেলে রনি।

উত্ত্যক্তের বিষয়টি মধুখালী উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমানকে জানালে রনি চাঁপা রানীর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়।

এর জের ধরে ওই বছরের ২৬ অক্টোবর বিকাল সাড়ে ৫টার দিকে ফরিদপুর চিনিকল গুদামের সামনে চাঁপা রানীর গায়ের উপর মটরসাইকেল তুলে দেয় রনি

Walton Refrigerator cables
Walton Refrigerator cables