Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

প্রথমবারের মতো বক্সিংয়ে সৌদি নারীরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১০, ১২ ডিসেম্বর ২০২১

প্রিন্ট:

প্রথমবারের মতো বক্সিংয়ে সৌদি নারীরা

সৌদি আরবে প্রথমবারের মতো নারীদের বক্সিং টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে ফাইট ক্লাব নামের একটি জিমে প্রশিক্ষণ নিচ্ছেন বেশ কয়েকজন নারী বক্সার। ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

ফ্লাইট ক্লাব নামে ওই জিমটির অবস্থান রাজধানী রিয়াদে। নারীদের জন্য বক্সিং টুর্নামেন্ট আয়োজনে ভীষণ খুশি ক্লাবটির মালিক বান্দার আলেসাওয়ি। তার এই জিম থেকেই সাতজন অংশ নিচ্ছেন বক্সিং টুর্নামেন্টে।

অবশ্য সৌদি মেয়েরা আগেও বক্সিং করতেন। সারাহ আলশাহরানি নামের এক বক্সার জানান, তিনি চার বছর ধরে বক্সিং করেন। জিমের সুযোগ না থাকায় আগে প্রস্তুতি নিতে পাঞ্চিং ব্যাগের কাজ চালাতেন বালির বস্তা দিয়ে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables