Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৪ ১৪৩২, বুধবার ০৯ জুলাই ২০২৫

পাকিস্তানের চেষ্টা কখনও সফল হবে না: ভারত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২২, ৯ আগস্ট ২০১৯

প্রিন্ট:

পাকিস্তানের চেষ্টা কখনও সফল হবে না: ভারত

পাকিস্তানের উচিত বাস্তবতা মেনে নেওয়া এবং ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করা। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে কাশ্মীর ইস্যুতে এ কথা পরিষ্কার জানিয়ে দিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভীশ কুমার বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে একতরফা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আসলে পাকিস্তান চাইছে দুই দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করতে।’

তিনি আরো বলেন, ‘৩৭০ ধারা সম্পর্কিত সাম্প্রতিক ঘটনাবলি পুরোপুরি ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারতের সংবিধান সবসময়েই সার্বভৌমত্বে বিশ্বাসী। জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপের চেষ্টা কখনও সফল হবে না।’

কাশ্মীরের বিশেষ সুযোগ-সুবিধা বিলুপ্তির পর পাকিস্তান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। এই ঘটনায় ইসলামাবাদ থেকে ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করে পাকিস্তান। ফলে দুই দেশের সম্পর্কে অবনতি হয়।