Bahumatrik :: বহুমাত্রিক
 
১৬ কার্তিক ১৪২৭, শনিবার ৩১ অক্টোবর ২০২০, ১:১৪ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন উপজেলা আ’লীগ সম্পাদক


৩০ অক্টোবর ২০১৬ রবিবার, ০৫:৩৩  পিএম

মওদুদ আহমেদ, আক্কেলপুর প্রতিনিধি

বহুমাত্রিক.কম


নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন উপজেলা আ’লীগ সম্পাদক

জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়ামীলীগের দীর্ঘদিনের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওমীলীগের নির্বাহী কমিটির সদস্য সৈয়দ নাজমুল হুদা হালাকু প্রায় শতাধিক নেতা কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।

শনিবার জয়পুরহাট-২ আসনের সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার বাসভবনে আক্কেলপুর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওমীলীগের নির্বাহী কমিটির সদস্য সৈয়দ নাজমুল হুদা হালাকু, আলতাফ ইসলাম, সাইফুল ইসলাম, শাহনেওয়াজ সহ প্রায় শতাধিক কর্মী নিয়ে সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মজিবর রহমান সারোয়ার এর নিকট ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন তালুকদার খোকা, সৈয়দ শাহীন শওকত, জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান, জেলা বিএনপির সহ সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ফজলুর রহমান সহ বিএনপির অনেক নেতা কর্মী।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।