Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন উপজেলা আ’লীগ সম্পাদক

মওদুদ আহমেদ, আক্কেলপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৩, ৩০ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:১৮, ১৭ আগস্ট ২০১৭

প্রিন্ট:

নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন উপজেলা আ’লীগ সম্পাদক

ছবি: বহুমাত্রিক.কম

জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়ামীলীগের দীর্ঘদিনের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওমীলীগের নির্বাহী কমিটির সদস্য সৈয়দ নাজমুল হুদা হালাকু প্রায় শতাধিক নেতা কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।

শনিবার জয়পুরহাট-২ আসনের সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার বাসভবনে আক্কেলপুর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওমীলীগের নির্বাহী কমিটির সদস্য সৈয়দ নাজমুল হুদা হালাকু, আলতাফ ইসলাম, সাইফুল ইসলাম, শাহনেওয়াজ সহ প্রায় শতাধিক কর্মী নিয়ে সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মজিবর রহমান সারোয়ার এর নিকট ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন তালুকদার খোকা, সৈয়দ শাহীন শওকত, জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান, জেলা বিএনপির সহ সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ফজলুর রহমান সহ বিএনপির অনেক নেতা কর্মী।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables