Bahumatrik :: বহুমাত্রিক
 
৭ মাঘ ১৪২৬, সোমবার ২০ জানুয়ারি ২০২০, ৭:০৭ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

নিউজিল্যান্ডে ৬০ মিলিয়ন বছর আগের বৃহৎ পেঙ্গুইনের ফসিল আবিষ্কার


14 August 2019 Wednesday, 01:14  PM

বহুমাত্রিক ডেস্ক


নিউজিল্যান্ডে ৬০ মিলিয়ন বছর আগের বৃহৎ পেঙ্গুইনের ফসিল আবিষ্কার

ঢাকা : নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে বৃহৎ আকারের পেঙ্গুইনের ফসিল আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এসব পেঙ্গুইনের আকার পূর্ণ বয়স্ক মানুষের সমান। বুধবার বিজ্ঞানীরা এই ঘোষণা দেন।

গবেষকরা জানান, বৃহৎ আকারের এই পেঙ্গুইনের উচ্চতা ছিল ১.৬ মিটার (৬৩ ইঞ্চি) এবং ওজন ৮০ কিলোগ্রাম। এগুলো ছিল বর্তমান ইমপিরর পেঙ্গুইনের চেয়ে ৪ গুণ ভারি এবং ৪০ সেন্টিমিটার লম্বা।
এই পেঙ্গুইনের নাম ‘ক্রসভাল্লিয়া ওয়াইপারেনসিস’।এরা নিউজিল্যান্ড উপকূলে শিকার করে বেড়াতো।এদের বাস ছিল ৬৬ থেকে ৫৬ মিলিয়ন বছর আগে পলিওসিন যুগে।

গত বছর একজন সৌখিন ফসিল অনুসন্ধানী এই ধরনের পেঙ্গুইনের পায়ের হাড়ের ফসিল আবিস্কার করেন।পরে সেটি পরীক্ষা-নিরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হওয়ার পরে চলতি সপ্তাহে জীবাশ্ম বিজ্ঞান বিষয়ক জার্নাল এ্যালসিরিনগা গবেষণা পেপার প্রকাশ করে।

ক্যান্টারবুরি মিউজিয়ামের গবেষক বানিসা ডি পিয়েট্রি বলেন,এই এলাকায় পাওয়া পেঙ্গুইনগুলো পলিওসিন যুগের দ্বিতীয় বৃহত্তম পেঙ্গুইন ।

All contents, images, videos of bahumatrik.com is forbidden to use.