Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩০ ১৪৩২, বুধবার ১৬ জুলাই ২০২৫

নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই কিশোরের লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৭, ২৯ মে ২০২০

আপডেট: ২০:৩৭, ২৯ মে ২০২০

প্রিন্ট:

নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই কিশোরের লাশ উদ্ধার

আত্রাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ঠাকুরগাঁওয়ের দুই কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় এলাকার লোকজন ও ডুবুরী দলের যৌথ প্রচেষ্টায় বিকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাটে নিখোঁজের এ ঘটনা ঘটে। নিহত দুই কিশোর হলেন- মোঃ রায়িম ইসলাম, (১৭) সৌরভ ইসলাম (১৮)। তাদের বাড়ি ঠাকুরগাঁও জেলায় সদর উপজেলায় গড়েয়া এলাকায়।

ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাট সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ মো. জাকির হোসেন জানান, বন্ধুদের সাথে নদীতে গোসল করতে এসে তারা নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর স্থানীয় লোকজন উদ্ধার চেষ্টা চালিয়ে সৌরভ ইসলামকে উদ্ধার করে। পরে ডুবুরী দলের সদস্যরা এসে এক ঘন্টার চেষ্টায় অপর কিশোর রায়িম ইসলামের মরদেহ উদ্ধার করে।

শুক্রবার বিকাল চারটার সময় সৌরভ ইসলামের মরদেহ উদ্ধারের পর বিকাল সাড়ে পাঁচটায় অপর কিশোর রায়িম ইসলামের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার নাজমুল হক।

বহুমাত্রিক.কম