Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৬ ১৪৩২, বুধবার ০২ জুলাই ২০২৫

ধর্ষণকে রাজনৈতিক ট্যাগ লাগালে সুষ্ঠু বিচার বাধাগ্রস্ত হবে : কাদের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৭, ৬ অক্টোবর ২০২০

প্রিন্ট:

ধর্ষণকে রাজনৈতিক ট্যাগ লাগালে সুষ্ঠু বিচার বাধাগ্রস্ত হবে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ধর্ষণ একটা সামাজিক ব্যাধি, এটি সন্ত্রাসী কর্মকাণ্ড। এটাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে ভিন্নখাতে নিলে সুষ্ঠু বিচার বাধাগ্রস্ত হবে। দুর্বৃত্তের কোন দলীয় পরিচয় নেই।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সম্পাদকমন্ডলীর সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, সরকার স্বপ্রণোদিত হয়ে সব অপরাধের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করেছে। কারো প্রতি সরকার পক্ষপাত দেখায়নি।

তিনি আরও বলেন, অপরাধী যত বড় নেতাই হোক তাকে বিচারের আওতায় আনা হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সামাজিকভাবে চিহ্নিত সন্ত্রাসী যাতে দলে স্থান না পায় সেদিকে সতর্ক থাকতে হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer