Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

ডাক্তার মোকারিমের পরিবারের সবাই আক্রান্ত, মারা গেছেন একজন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৮, ১৭ মে ২০২০

প্রিন্ট:

ডাক্তার মোকারিমের পরিবারের সবাই আক্রান্ত, মারা গেছেন একজন

দেশে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রাণ হারানো চিকিৎসক মেজর আবুল মোকারিমের (অব:) পুরো পরিবার এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। শুক্রবার রাতে তাদের একজন মারাও গেছেন।ডাক্তার মেজর মোকারিমের পরিবারিক সূত্রে তথ্য জানা গেছে।

ডা. মোকারিমের চাচাত ভাই বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।গত মঙ্গলবার অবসরপ্রাপ্ত মেজর ডাক্তার মোকারিম রাজধানীর সিএমএইচ হাসপাতালে করোনাভাইরাসে মৃত্যুবরণ করেন। সর্বশেষ তিনি ইবনে সিনা ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে চিফ রেডিওলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ডা. মোকারিমের আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে পরিবারের সব সদস্যের নমুনা পরীক্ষা করা হয়। তাতে সবার শরীরেই করোনাভাইরাস ধরা পড়ে।এর মধ্যে শুক্রবার রাতে মারা গেছে ডা. মোকারিমের স্ত্রীর মৃত বোনের ১৭ বছর বসয়ী মেয়ে। মাতৃহারা ওই তরুণী ফুফুর বাসায় থেকে পড়াশোনা করতো।

এছাড়াও আক্রান্ত হয়েছেন ডা. মোকারিমের বৃদ্ধা মা, তার স্ত্রী, বড় ছেলে ও বড় ছেলের বউ। এদের মধ্যে তার মা হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables