Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২১ ১৪৩২, সোমবার ০৭ জুলাই ২০২৫

ঠাকুরগাঁওয়ে চেক ও সেলাই মেশিন বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৪, ৫ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

ঠাকুরগাঁওয়ে চেক ও সেলাই মেশিন বিতরণ

ছবি: বহুমাত্রিক.কম

ঠাকুরগাঁও : মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবি মহিলা সংগঠন সমূহের মাঝে ২০১৮-২০১৯ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ চেক ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এর আগে জেলা প্রশাসক ঠাকুরগাঁও, ড. কে কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও -১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। পরে তিনি এসব সংগঠনের পরিচালক ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় ৫ জনকে ৫ টি সেলাই মেশিন ও ৫১ টি সংগঠনের মাঝে মোট ৯ লক্ষ ৬৫ হাজার টাকার চেক বিকরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, অতিরিকক্ত পুলিশ সুপার ঠাকুরগাঁও, আবু তাহের মোঃ আব্তুল্লাহ্, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম হুরা, মহিলা উদ্যোক্তা চন্দনা ঘোষ প্রমুখ।

বহুমাত্রিক.কম