Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান প্রশ্নে রুল শুনানি বুধবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৩, ২ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান প্রশ্নে রুল শুনানি বুধবার

ঢাকা : ‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য বুধবার ৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট।আজ বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রিট আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ।

এর আগে ২০১৭ সালের ৪ ডিসেম্বর ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। রুলের বিবাদীরা হচ্ছেন মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও শিক্ষা সচিব।রিটকারী আইনজীবী ড.বশির আহমেদ বলেন, জয় বাংলা হচ্ছে আমাদের জাতীয় প্রেরণার প্রতীক। পৃথিবীর ৬০টি দেশে জাতীয় স্লোগান রয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য যে আমরা আমাদের চেতনার সেই ‘জয় বাংলা’কে স্বাধীনতার এতদিন পরেও জাতীয় স্লোগান হিসেবে পাইনি। তিনি বলেন, জয় বাংলা কোনো দলের স্লোাগান নয়, কোনো ব্যক্তির স্লোগান নয়, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিটি। এই স্লোগান দিয়ে একদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।

 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables