Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২১ ১৪৩২, সোমবার ০৫ জানুয়ারি ২০২৬

জয়ন্ত চৌধুরীর ‘অনির্বাণ নেতাজি’ গ্রন্থের পাঠোন্মচন বৃহস্পতিবার

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৭, ১৮ সেপ্টেম্বর ২০১৯

আপডেট: ২৩:২৬, ১৮ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

জয়ন্ত চৌধুরীর ‘অনির্বাণ নেতাজি’ গ্রন্থের পাঠোন্মচন বৃহস্পতিবার

পরাধীন ভারতবর্ষের মুক্তির অগ্রপথিক নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিশিষ্ট গবেষক ডঃ জয়ন্ত চৌধুরীর গ্রন্থ ‘অনির্বাণ নেতাজি’র আনুষ্ঠানিক পাঠোন্মচন হচ্ছে বৃহস্পতিবার। এদিন বিকাল ৫টায় কলকাতা প্রেসক্লাবে গ্রন্থটির পাঠোন্মচন করবেন প্রাক্তন বিচারপতি ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্যামল কুমার সেন।

এতে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন-প্রাক্তন সাংসদ বরুণ মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসব চৌধুরী, মাতৃশক্তি পত্রিকার সম্পাদক কুশল চৌধুরী, নেতাজি পরিবারের সদস্য আর্য বসু ও ঢাকার বহুমাত্রিক ডটকম’র প্রধান সম্পাদক আশরাফুল ইসলাম। বইটির প্রকাশনা প্রতিষ্ঠান রেডিয়্যান্স এর কানাই পালসহ অন্যরাও এতে বক্তব্য রাখবেন।

নেতাজি সংক্রান্ত অসংখ্য মূল্যবান প্রবন্ধের এই সংকলনের পাঠোন্মচনে আলোচনায় বিষয় নির্ধারিত হয়েছে ‘নেতাজি তদন্তে নিযুক্ত মুখার্জী কমিশনের রিপোর্ট এখন কি গ্রহণ করা উচিৎ?’

পিতা জানকীনাথ বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, মোহনদাস করমচাঁদ গান্ধী, মনোজ বুস, প্রবোধকুমার সান্যালের মতো মনীষীদের লেখনিতে নেতাজির মূল্যায়ন যেমন স্থান পেয়েছে গ্রন্থটিতে তেমনি নেতাজি সান্নিধ্যধন্য অসংখ্য খ্যাতিমান লেখক, ঐতিহাসিক ও অনেক কীর্তিমানদের লেখাও এতে সংকলিত হয়েছে। সাম্প্রতিক তথ্যের আলোকে নেতাজিকে নিয়ে গ্রন্থটির সম্পাদক ডঃ জয়ন্ত চৌধুরীর দু’টি মূল্যবান প্রবন্ধও এতে সংকলিত হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton
Walton