Bahumatrik :: বহুমাত্রিক
 
২৪ বৈশাখ ১৪২৮, শুক্রবার ০৭ মে ২০২১, ৭:৫৩ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক আর নেই


২০ নভেম্বর ২০২০ শুক্রবার, ০১:০৪  পিএম

বহুমাত্রিক ডেস্ক


জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক আর নেই

জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু মারা গেছেন। শুক্রবার ভোর রাত ৪টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজনসহ গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

এদিকে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টুর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শ্রমিক লীগ সভাপতির জানাজা বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাকে রায়েরবাজার মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত কবরস্থানে দাফন করা হবে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

রাজনীতি -এর সর্বশেষ