Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৫ ১৪৩০, সোমবার ০২ অক্টোবর ২০২৩

জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ দিতে ঐতিহাসিক চুক্তি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৮, ২০ নভেম্বর ২০২২

প্রিন্ট:

জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ দিতে ঐতিহাসিক চুক্তি

জলবায়ু পরিবর্তনের কারণে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে একটি ঐতিহাসিক চুক্তি চূড়ান্ত হয়েছে। অতিরিক্ত সময়ে গড়ানো কপ-টুয়েন্টি সেভেন সম্মেলনে রোববার এ বিষয়ে ঘোষণা আসে।

মিশরের শার্ম আল শেখে ঐতিহাসিক এ চুক্তির প্রতি সমর্থন জানান ২০০ দেশের প্রতিনিধি। তবে বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণে বায়ুমণ্ডলে কার্বণ নিঃসরণ কমিয়ে আনার বিষয়ে ঐকমত্যে পৌছানো সম্ভব হয়নি। এরআগে, শুক্রবার পর্যন্ত সম্মেলন চলার কথা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় সময় বাড়ানো হয়।

বৃহস্পতিবার সম্মেলনের একদম শেষ পর্যায়ে উন্নয়নশীল দেশগুলোর জন্য তহবিল গঠনে সম্মত হয় ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। এজন্য চীন, সৌদি আরব বা সিঙ্গাপুরের মতো সামর্থ্যবান দেশগুলোকে অতিরিক্ত অর্থছাড়ের আহ্বান জানায় জোটটি। তবে জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী বৃহৎ অর্থনীতির অনেক দেশই উন্নয়নশীল দেশের কাতারে থাকায় বড় অংকের এই অর্থ কোথা থেকে আসবে সে প্রশ্নে আটকে ছিলো সম্মেলনের ভবিষ্যৎ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer